
শুক্রবার রাজশাহী শাহ্ মখদুম মেডিকেল কলেজ’র ৭ম ব্যাচ শিক্ষার্থীদের ১ম বর্ষ এমবিবিএস এর ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুজ্জামান স্বাধীন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ ধারণ করে সুখি সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে শিক্ষর্থীদের যুগোপুযোগি শিক্ষায় শিক্ষিত হবার আহ্বান জানান।
শাহ্ মখদুম মেডিকেল কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ হাসানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আজিজুল হক, ফার্মাকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আবু সালেহ মোঃ মুসা, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ এরফান রেজা, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান, অধ্যাপক ডাঃ মোঃ সারোয়ার জাহান, অধ্যাপক আবু হানিফ আছমাউল হুছনা, মোঃ মতিউর রহমান প্রমুখ। পরে ওরিয়েন্টশনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যবর্তন দিবসের তাৎপর্য্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শাহ মখদুম মেডিকেল কলেজটি রাজশাহীতে অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজসমূহের মধ্যে তৃতীয়। এখানে স্নাতক পর্যায়ে পাঁচ বছর মেয়াদি এমবিবিএস ডিগ্রি এবং এক বছরের ইন্টার্নশিপ ডিগ্রী দেওয়া হয়। ১৪টি অনুষদের অধীনে ১৫০ জন ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে।